মিমি চক্রবর্তীর ভিডিও ভাইরাল

 

মিমি চক্রবর্তীর ভিডিও ভাইরাল
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। চলতি বছর শাকিব খানের সঙ্গে তুফান সিনেমায় কাজ করে ফের নতুন করে আলোচনায় উঠে এসেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি দাপিয়ে বেড়াচ্ছেন রাজনীতির মাঠেও।


মিমি একদিকে যেমন পশুপ্রেমী তেমনই আবার তার বাগান করার শখও রয়েছে। নানা ধরনের ফুলের গাছ রয়েছে তার। এবার তিনি চাষ করলেন চৌদ্দ শাক। সম্প্রতি এক ভিডিও পোস্ট করে এমনটা নিজেই জানালেন অভিনেত্রী।

কালীপূজার আগের দিন প্রতিটি বাড়িতে চোদ্দ শাক খাওয়ার রীতি পালন করা হয়। বাড়িতে চোদ্দ প্রদীপ বাড়ির চারিদিকে জ্বালানোরও রীতি রয়েছে। ভূত চতুর্দশীর দিন প্রতিটি বাড়িতে এই নিয়ম পালন করা হয়। তা তিনি তারকা হন কিংবা আমজনতা। তেমনই ভূত চতুর্দশীর সব নিয়ম পালন করছেন মিমি চক্রবর্তী।

মিমি নিজের বারান্দাতেই চাষ করলেন চৌদ্দ শাক। সেই ভিডিও সবার সঙ্গে শেয়ার করলেন তিনি। যেখানে দেখা যাচ্ছে নিজের বাগান থেকে শাক তুলছেন নায়িকা। ভিডিও পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘নিজের লাগানো চৌদ্দ শাক নিয়ে মাতামাতি।’ তার ভিডিও দেখে উচ্ছ্বসিত দর্শকও।

সিনেমার শুটিং, পরিবার আর নিজের পোষ্যদের নিয়েই তার জগত্‍। নিজের মতোই জীবন গুছিয়ে নিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, খুব শিগগিরিই তিনি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবির শুটিং শুরু করবেন।

Comments

Popular posts from this blog

একসঙ্গে ধেয়ে আসছে শক্তিশালী ৪ ঘূর্ণিঝড়, ৭৪ বছরের ইতিহাসে বিরল ঘটনা

সর্বকালের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

নতুন উপদেষ্টা বিরুদ্ধে মশাল মিছিল!