ইসকনকে জঙ্গি সংগঠন অ্যাখ্যা দিয়ে দেশে কার্যক্রম নিষিদ্ধের দাবি হেফাজত ইসলামে

 ইসকনকে জঙ্গি সংগঠন অ্যাখ্যা দিয়ে দেশে কার্যক্রম নিষিদ্ধের দাবি হেফাজত ইসলামে






ইসকনকে জঙ্গি সংগঠন উল্লেখ করে বাংলাদেশে এই সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (৮ নভেম্বর) বাদ জুম্মা চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে চট্টগ্রামের হাজারীলেইনে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও এসিড নিক্ষেপের ঘটনায় বিক্ষোভ সমাবেশে হেফাজত নেতারা এসব কথা বলেন।


তারা বলেন, সংগঠনটির প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে বিশ্বের বিভিন্ন দেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এখন সময় হয়েছে বাংলাদেশেও এই জঙ্গি সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার।তারা আরও বলেন, পার্শ্ববর্তী একটি দেশ এবং একটি স্বার্থান্বেষী মহল দেশের সম্প্রীতিকে নষ্ট করতে দাঙ্গা-হাঙ্গামার চক্রান্ত করছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছে। যারা ধর্মীয় সহিংসতা তৈরির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারী দেন ব্ক্তারা।

Comments

Popular posts from this blog

একসঙ্গে ধেয়ে আসছে শক্তিশালী ৪ ঘূর্ণিঝড়, ৭৪ বছরের ইতিহাসে বিরল ঘটনা

সর্বকালের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

নতুন উপদেষ্টা বিরুদ্ধে মশাল মিছিল!