ক্যাম্পাস সংস্কারে জবি শিবিরের ১২ দফায় ৫৯ প্রস্তাবনা

 ক্যাম্পাস সংস্কারে জবি শিবিরের ১২ দফায় ৫৯ প্রস্তাবনা

ক্যাম্পাস সংস্কারে জবি শিবিরের ১২ দফায় ৫৯ প্রস্তাবনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই বিপ্লবের শহীদ এবং আহতদের আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটাতে ১২ দফা দাবি উত্থাপন করেছে শাখা ছাত্রশিবির। এসব দফায় ৫৯টি প্রস্তাবনা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে স্মারকলিপি আকারে দিয়েছেন তারা।


মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ও সেক্রেটারির নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যরা স্মারকলিপি দেন। স্মারকলিপি জমা দেওয়ার পর দফাগুলো নিয়ে সাংবাদিকদের কাছে লিখিতভাবে প্রস্তাবনাগুলো পাঠ করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসেন সিকদাজুলাই বিপ্লবের চেতনা রক্ষায় ফ্যাসিবাদের মূলোৎপাটন প্রসঙ্গ


• জুলাই বিপ্লবের শহীদদের মরণোত্তর ও আহতদের বীরত্বের সম্মাননা প্রদান করতে হবে।

• শহীদ সাজিদের নামে নতুন একাডেমিক ভবনকে প্রশাসনিকভাবে স্বীকৃতি দিতে হবে।

• শহীদ আব্দুল্লাহ আল ফয়সালের নামে একটি স্থাপনা বা কেন্দ্রীয় লাইব্রেরির নামকরণ করতে হবে।

• ফ্যাসিস্ট সরকারের বিগত ১৫ বছরের সব নিয়োগ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

• বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে শারীরিক ও মানসিকভাবে নিপীড়নের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদান পূর্বক নিপীড়কদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

• জুলাই-২৪ এর ছাত্র-জনতার বিপ্লবকে স্মরণীয় রাখতে ছবি, সাহিত্য, ম্যাগাজিন প্রকাশ করে আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের উদ্যোগ নিতে হবে।

• জুলাই-২৪ বিপ্লবে গণহত্যায় অংশগ্রহণকারী, উসকানিদাতা ও সহযোগীদের (শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী) বহিস্কারপূর্বক শাস্তির আওতায় আনতে হবে।


জকসু প্রসঙ্গর।

• সুস্থধারার ছাত্র-রাজনীতি প্রবর্তন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে দাবি-দাওয়া পেশের একটি সুন্দর সংযোগ স্থাপনের লক্ষ্যে ছাত্রসংসদ (জকসু) কার্যকর করতে হবে।

• আগামী ১৫ কার্যদিবসের মধ্যে জকসু সংক্রান্ত স্থায়ী নীতিমালা প্রণয়ন করতে হবে। পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে জকসু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।


ক্যাম্পাস প্রসঙ্গ


• বর্তমান ক্যাম্পাসকে মূল ক্যাম্পাস রেখে কেরানীগঞ্জে নির্মাণাধীন ক্যাম্পাসের কাজ সম্পন্ন হলে তাকে ‘দ্বিতীয় ক্যাম্পাস’ হিসাবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে।

• বর্তমান ক্যাম্পাসের পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো পুনঃনির্মাণ করতে হবে এবং মুক্তমঞ্চের স্থানে একটি বহুতল ভবন নির্মাণ করতে হবে।

• ক্লাসরুম সংকট নিরসনে ক্যাম্পাস সংলগ্ন বাংলাদেশ ব্যাংকের শাখাকে স্থানান্তর করে তদস্থলে ‘শহীদ সাজিদ ভবনের’ মতো একটি ভবন নির্মাণ করতে হবে।

• ক্যাম্পাসের প্রতিটি বিভাগে শ্রেণিকক্ষ, সেমিনার কক্ষ, রিডিংরুম, কেন্দ্রীয় লাইব্রেরি, উন্মুক্ত লাইব্রেরি ও অডিটোরিয়ামকে শীতাতপ নিয়ন্ত্রিত ও আধুনিকায়ন করে ব্যবহার উপযোগী করতে হবে।

• বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শরীরচর্চার জন্য আধুনিক ব্যায়ামাগার প্রতিষ্ঠা করতে হবে। নিয়মিত খেলাধুলার আয়োজন ও প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা করতে হবে।

• ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা চলাকালীন পড়াশোনায় ব্যাঘাত ঘটায় এমন সব ধরনের রাজনৈতিক/অ-রাজনৈতিক সভা, সমাবেশ, শোডাউন এবং মাইক/সাউন্ডবক্স বাজানো বন্ধ করতে হবে।

• ক্যাম্পাসে আধুনিক, স্বাস্থ্যসম্মত ও পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

• ক্যাম্পাসে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, মশক নিধন এবং সুয়ারেজ লাইন সংস্কার করে জলাবদ্ধতার নিরসন করতে হবে।

• ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নে মাদক সেবন, মাদক বহন, মাদক ক্রয়- বিক্রয় আইনগত ভাবে নিষিদ্ধ করে শাস্তির ব্যবস্থা নিতে হবে। মাদক মুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষার্থীদের ‘ডোপ টেস্টের’ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

• ক্যাম্পাসে সবধরনের র‍্যাগিং-নিপীড়ন, নারী নির্যাতন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রতি সব ধরনের বৈষম্য প্রতিরোধে প্রশাসনের উদ্যোগে শৃঙ্খলা কমিটি গঠন করতে হবে।

• শিক্ষার্থীদের স্ব স্ব সংস্কৃতি, বিশ্বাস ও ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এবং ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না যতক্ষণ না তার কার্যক্রম অন্যের ক্ষতির কারণ হয়। বর্ণিত বিষয়ে অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠনপূর্বক কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

• জোর করে কোনো শিক্ষার্থীকে দলীয় মিছিল/শোডাউনে অংশগ্রহণ করতে বাধ্য করা যাবে না।

• শিক্ষার্থীদের ‘সার্বজনীন মানবাধিকারের ঘোষণা পত্রের’ আলোকে মানবাধিকার নিশ্চিত করতে হবে।

Comments

Popular posts from this blog

একসঙ্গে ধেয়ে আসছে শক্তিশালী ৪ ঘূর্ণিঝড়, ৭৪ বছরের ইতিহাসে বিরল ঘটনা

সর্বকালের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

নতুন উপদেষ্টা বিরুদ্ধে মশাল মিছিল!