মেহেরপুরে উৎপাদিত সবজিও বিক্রি হচ্ছে চড়া দামে, অস্বস্তিতে ক্রেতা
মেহেরপুরে উৎপাদিত সবজিও বিক্রি হচ্ছে চড়া দামে, অস্বস্তিতে ক্রেতা
মেহেরপুরে উৎপাদিত সবজিও বিক্রি হচ্ছে চড়া দামে, অস্বস্তিতে ক্রেতা
কৃষিনির্ভর জেলা মেহেরপুরে উৎপাদিত সবজির দামও ক্রেতাদের নাগালের বাইরে। করলা, ঝিঙা, চিচিংগা, কলা, পটল, বেগুন, পেঁপে, মিষ্টি কুুমড়া, লাউ, ফুলকপি, বাঁধাকপি, ঢেঁড়সসহ বিভিন্ন শীতকালীন সবজি মেহেরপুরে উৎপাদন হলেও বাজারে দাম যেন কমছেই না।
ক্রেতারা বলছেন, অন্যান্য জেলার তুলনায় বছরে এ সময় মেহেরপুরের সব সবজির দাম কমে যায়। এবার দাম বেশি। এদিকে কৃষক বলছেন, বন্যা কবলিত জেলায় সবজি না হওয়ায় মেহেরপুরের সবজির চাহিদা বেড়েছে, তাই দামও বেশি।
Comments
Post a Comment