সেনাবাহিনীর হেলিকপ্টারে শারীরিক সম্পর্ক করার সময় আটক হন দুই সৈন্য

 সেনাবাহিনীর হেলিকপ্টারে শারীরিক সম্পর্ক করার সময় আটক হন দুই সৈন্য



দাঁড়িয়ে আছে হেলিকপ্টার। তবে সেটি অস্বাভাবিকভাবে নড়ছিল যুক্তরাজ্যের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে। যা নজরে আসে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের।


তখন তারা হেলিকপ্টারটি পরীক্ষা করতে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান এক নারী ও পুরুষ সৈন্য শারীরিক সম্পর্ক করছেন। ওই সময় দুজন অর্ধনগ্ন অবস্থায় ছিলেন।

পুরুষ সৈন্যটি পরা ছিলেন সেনাবাহিনীর পোশাক। আর নারী সৈন্যটি বেসামরিক পোশাকে ছিলেন।


এমন ঘটনা দেখে হতভম্ব হয়ে যান উপস্থিত ব্যক্তিরা। তারা তাদের বাইরে বের হয়ে আসাসহ কাপড় পরতে বলেন। ওই সময় বাকিরা লক্ষ্য করেন ওই দুই সৈন্যই মদ্যপ অবস্থায় আছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে জানায়, যে হেলিকপ্টারটিতে দুই সৈন্য শারীরিক সম্পর্ক করছিলেন সেটি অত্যাধুনিক অস্ত্রসস্ত্রে সজ্জিত আপাচি হেলিকপ্টার।

এটির মূল্য সাড়ে আট মিলিয়ন পাউন্ড। এতে ৩০ মিলিমিটারের কামান এবং হেলফায়ার মিসাইল সংযুক্ত ছিল।

Comments

Popular posts from this blog

একসঙ্গে ধেয়ে আসছে শক্তিশালী ৪ ঘূর্ণিঝড়, ৭৪ বছরের ইতিহাসে বিরল ঘটনা

সর্বকালের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

নতুন উপদেষ্টা বিরুদ্ধে মশাল মিছিল!