ছাত্র-জনতা ঐক্য সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনজুলাই গণঅভ্যুত্থানে শহীদ
ছাত্র-জনতা ঐক্য সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনজুলাই গণঅভ্যুত্থানে শহীদ
পরিবারের পুনর্বাসন ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করাসহ ফ্যাসিস্ট খুনিদের বিচারের দাবিতে ছাত্র-জনতা ঐক্য সমাবেশের কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আশুলিয়া থানা শাখা।
বুধবার বিকেল ৩টায় ঢাকার আশুলিয়ার বাইপাইল চৌরাস্তা গোল চত্বরে এই ঐক্য সমাবেশ অনুষ্ঠিত হবেজানা গেছে, সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্যসচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, মুখপাত্র উমামা ফাতেমাসহ স্থানীয় সমন্বয়করা উপস্থিত থাকবেন।
অন্তর্বর্তীকালীন সরকারের রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পেয়েছেন ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।।খাতসমূহের কর্মসূচির প্রধান সমন্বয়কারী।
ড. রহমান জাতিসংঘের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকাশনার প্রধান রচয়িতা ও অবদানকারী ছিলেন। এ ছাড়া তিনি জাতিসংঘ মহাসচিব এবং আঙ্কটাড মহাসচিবের বাণিজ্য, অর্থনীতি ও উন্নয়ন সম্পর্কিত অনেক বিশ্লেষণাত্মক প্রতিবেদন রচনা ও সম্পাদনা করেছেন। ২০০১ সালে ব্রাসেলস স্বল্পোন্নত দেশগুলোর সম্মেলনে কর্মসূচি পরিকল্পনার খসড়া তৈরিতে তিনি নেতৃত্ব দেন, যা এলডিসি দেশের রপ্তানির জন্য শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে।
Comments
Post a Comment