স্বাধীন কমিশন গঠন করে ইসকনের আর্থিক আয়ের উৎস প্রকাশ করতে হবে: ইনকিলাব মঞ্চ

 স্বাধীন কমিশন গঠন করে ইসকনের আর্থিক আয়ের উৎস প্রকাশ করতে হবে: ইনকিলাব মঞ্চ

ইসকন এনজিও প্রতিষ্ঠান হলেও তাদের হিসাবের দীর্ঘদিন ধরে কোনও অডিট হয় না। তাদের আয়-ব্যয়ের উৎস কেউ জানে না। অতি দ্রুত স্বাধীন কমিশন গঠন করে ইসকনের আর্থিক আয়ের উৎস প্রকাশ করতে হবে বলে দাবি তুলেছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি এই দাবি জানান।শরীফ ওসমান বিন হাদি বলেন, ইসকন নিজেদের এনজিও দাবি করলেও তাদের কার্যক্রম রাজনৈতিক। কোনও এনজিও ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা দিতে পারে না। ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা তাদের রাজনৈতিক তৎপরতা প্রকাশ করে। বাংলাদেশের আইন অনুযায়ী এনজিও কখনও পলিটিক্স করতে পারবে না, ঢাকা ঘেরাও করতে চাওয়া, বাংলাদেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে সভা করে কথা বলা এবং দাবি তোলা সেটা কি এদেশের রাজনৈতিক দল ছাড়া আর কেউ করতে পারে? এটা কি একটি এনজিও করতে পারে? এনজিও না হলে ইসকন কি রাজনৈতিক নাকি ধর্মীয় সংগঠন এটা তাদের পরিষ্কার করতে হবে।

আওয়ামী লীগের আমলে হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে অথচ এই ইসকন তখন সামান্য বিবৃতিটিও দেয়নি বলে দাবি করে তিনি বলেন, ইসকন চট্টগ্রামের বিশিষ্ট স্থানে তাদের বড় বড় সমাবেশগুলো করছে, দাবি তুলছে। এর মাধ্যমে মূলত তারা একটা জিনিস হাসিল করতে চায়, মাইনোরিটি সাপ্রেশন হচ্ছে, এই অভিযোগ তুলে তারা মূলত আমেরিকাকে ইন্ডিয়ার পররাষ্ট্রনীতির পক্ষে আনার চেষ্টা করে চলছে।

জয় শ্রীরাম স্লোগানের বিষয়ে তিনি বলেন, আমরা অসংখ্য হিন্দু ভাই-বোনদের মাঝখানে বড় হয়েছি। আমাদের বাসার আশেপাশে সব সময় দুর্গা কিংবা কালী মন্দির দেখেছি। কখনও জয় শ্রীরাম স্লোগান শুনিনি। বিগত ১৬ বছরে জয় শ্রীরাম স্লোগানকে নর্মালাইজ করার চেষ্টা চলছে ইসকনের মাধ্যমে। এই স্লোগান তুলেই বিজেপি অসংখ্য মুসলমান নরনারী হত্যা করেছে। এটা ভারতের একটা মুসলিম নিধনের পলিটিক্যাল স্লোগান।

Comments

Popular posts from this blog

একসঙ্গে ধেয়ে আসছে শক্তিশালী ৪ ঘূর্ণিঝড়, ৭৪ বছরের ইতিহাসে বিরল ঘটনা

সর্বকালের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

নতুন উপদেষ্টা বিরুদ্ধে মশাল মিছিল!