ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোলে যুবলীগ নেতা আটক

 ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোলে যুবলীগ নেতা আটক

ভারতে পালিয়ে যাওয়ার সময় ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও একই ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. তাজউদ্দীন (৫৩) কে আটক করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।


বুধবার (৬ নভেম্বর ) সকাল ১১ টার দিকে বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। যুবলীগ নেতা তাজউদ্দিন ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৭ নম্বর বোরহানউদ্দিন পৌরসভা এলাকার আব্দুল গনির ছেলেআটক তাজউদ্দিন ভোলার সদর থানার বিস্ফোরক মামলার একজন আসামি। গত (২ অক্টোবর) তার বিরুদ্ধে থানায় মামলা হয়।


বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া ও বেনাপোল (বিজিবি) আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, তাদের কাছে গোপন খবর ছিল ভোলার বিস্ফোরক মামলার এজাহার ভুক্ত এক আসামি ( বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাবে। এমন খবরে বেনাপোল ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়। এসময় ওই আসামি পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশন অফিসারের কাছে গেলে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। এসময় তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদকালে তিনি স্বীকার করেন বোরহানউদ্দিন পৌরসভার ৭ ওয়ার্ডের কাউন্সিলর ও একই ওয়ার্ড যুবলীগের সভাপতি। এছাড়া তিনি বিস্ফোরক মামলার এজাহার ভুক্ত আসামি। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরে বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষ ভোলার সদর থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করবে।

Comments

Popular posts from this blog

একসঙ্গে ধেয়ে আসছে শক্তিশালী ৪ ঘূর্ণিঝড়, ৭৪ বছরের ইতিহাসে বিরল ঘটনা

সর্বকালের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

নতুন উপদেষ্টা বিরুদ্ধে মশাল মিছিল!